বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?

২২ অক্টোবর ২০২৫, ১২:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল বাড়িভাতা বাড়ানোর। অবশেষে সেই দাবির আংশিক প্রতিফলন ঘটিয়েছে সরকার। সিদ্ধান্ত হয়েছে তাদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ হারে বাড়ানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে অর্থ বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় গত ৫ অক্টোবর অর্থ বিভাগে পাঠানো অনুরোধপত্রে জানায়, বাড়িভাতা বৃদ্ধির ক্ষেত্রে চারটি প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছিল- ২০, ১৫, ১০ ও ৫ শতাংশ। হিসাব অনুযায়ী, ২০ শতাংশ বাড়ানো হলে বছরে লাগবে ৩ হাজার ৪০০ কোটি টাকা, ১৫ শতাংশে লাগবে ২ হাজার ৪৩৯ কোটি, ১০ শতাংশে ১ হাজার ৭৬৯ কোটি আর ৫ শতাংশে প্রয়োজন হতো ১ হাজার ৩৭১ কোটি টাকা।

অবশেষে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২ হাজার ৪৩৯ কোটি টাকা।

শিক্ষকদের সংগঠনগুলো বলছে, দীর্ঘদিন ধরে বাড়িভাতা না বাড়ায় তাদের জীবিকা ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছিল। তারা ২০ শতাংশ বৃদ্ধির দাবি জানালেও ১৫ শতাংশে আংশিক স্বস্তি এসেছে বলে মত দিয়েছেন নেতারা।

অন্যদিকে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি একটি সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত।

আ.লীগের আমলে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পাঠানো হয় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫