ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার চিঠি

০৯ আগস্ট ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে বড় অগ্রগতি এসেছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে ডিও লেটার (আধাসরকারি পত্র) দিয়েছেন। গত ৩ আগস্ট প্রদত্ত এই পত্রকে এলাকাবাসী বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

পত্রে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর একটি হলেও এখানে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই। ফলে জেলার দরিদ্র ও অসহায় মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সদর হাসপাতালেও আধুনিক চিকিৎসা ও ডাক্তার সংকট রয়েছে, যার কারণে জরুরি ও জটিল রোগীদের ঢাকায় যেতে হয়—যা অধিকাংশের জন্য ব্যয়বহুল ও কষ্টকর।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজের দূরত্ব যথাক্রমে প্রায় ১০০ ও ১৫০ কিলোমিটার হওয়ায়, নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অভাব দীর্ঘদিন ধরে জনভোগান্তির কারণ হয়ে আছে। অথচ পূর্ববর্তী সরকার কম গুরুত্বপূর্ণ জেলা সদরগুলোতে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক অবদানের বিষয়েও পত্রে আলোকপাত করা হয়। বিদেশে কর্মসংস্থানে এ জেলা দেশের দ্বিতীয় অবস্থানে, যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসে। এছাড়া দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডও এখানে অবস্থিত, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

এ প্রেক্ষিতে, অর্থ উপদেষ্টা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর বলেন, এটি সময়ের দাবি ও প্রাণের দাবি। অর্থ উপদেষ্টার চিঠি আমাদের আশাবাদী করেছে।

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি ও সাবেক এমপি এম এ খালেক বলেন, আমরা সব জায়গায় এই দাবির পক্ষে কথা বলছি। অর্থ উপদেষ্টার চিঠি একটি ইতিবাচক পদক্ষেপ, আমরা দ্রুত বাস্তবায়নের আশা করছি এবং সহযোগিতা অব্যাহত রাখবো।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫