মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারল মিয়ামি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ AM
পেনাল্টি মিসের পর মেসি

পেনাল্টি মিসের পর মেসি © সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে সুখময় মুহূর্ত কাটিয়ে এসে এবার মুদ্রার অপরপিঠ দেখলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রোববার ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শার্লট এফসির সঙ্গে ৩-০ ব্যবধানে হেরে যায় মায়ামি। ম্যাচে ইসরায়েলি স্ট্রাইকার ইদান তোকলোমাতি হ্যাটট্রিক করে শার্লটকে বড় জয় উপহার দেন।

মায়ামি ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রাখলেও গোলের ক্ষেত্রে কার্যকর হতে পারেনি। ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে শার্লটও ১০ শটের মধ্যে ৪টি লক্ষ্যভেদ করেছে। তোকলোমাতি পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করায়, ১৯৯৮ সালের পর প্রথমবার কোনো ২১ বা তার চেয়ে কম বয়সী এমএলএস খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলের অবদান রাখলেন তিনি।

ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। ষষ্ঠ মিনিটে জর্দি আলবারের শট ঠেকান শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা। ৩২ মিনিটে মায়ামি পায় পেনাল্টি, কিন্তু মেসির পানেনকা শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। এরপর মাত্র দুই মিনিটে শার্লট কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই তোকলোমাতি দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন। ৮৪ মিনিটে তার পেনাল্টি শট হ্যাটট্রিক পূর্ণ করে জয় নিশ্চিত করে।

ফ্লোরিডার ক্লাবটি লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞার কারণে খেলেছে, এবং সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয়হীন। অন্যদিকে, শার্লট নিজেদের রেকর্ড সর্বোচ্চ টানা নবম ম্যাচে জয় অর্জন করেছে।

 

থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫