নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবি কর্মচারীদের মানববন্ধন

১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
প্রশাসনিক ভবন প্রাঙ্গণে হাবিপ্রবির কর্মচারীদের মানববন্ধন

প্রশাসনিক ভবন প্রাঙ্গণে হাবিপ্রবির কর্মচারীদের মানববন্ধন © টিডিসি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ ন্যায্য বেতন কাঠামো ও বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধনে নেমেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারীরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একযোগে অংশ নিয়ে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বৈষম্যমূলক অবস্থার নিরসন আজ সময়ের দাবি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পে-স্কেলের সংশোধন দ্রুত বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, চলতি বছরের প্রস্তাবিত নবম পে-স্কেল বাজেট নিয়ে অনিশ্চয়তা এবং এর মধ্যে নিম্নতম গ্রেডের বেতন বৃদ্ধির অস্পষ্টতা কর্মচারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এ কারণে দ্রুততম সময়ে বিষয়টি পরিষ্কার করা এবং নতুন পে-স্কেল ঘোষণা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা ১২ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রস্তাবিত নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়ন; গ্রেডভিত্তিক বৈষম্য দূরীকরণ; বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন; কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া সহজীকরণ।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দেশের সব সরকারি-বেসরকারি খাতের মতো বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও সমানভাবে রাষ্ট্রীয় সুবিধার অধিকারী। কিন্তু বছর বছর বৈষম্য বাড়লেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। তাই তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, যাদের সক্রিয় অংশগ্রহণে পুরো প্রশাসনিক ভবন এলাকা দাবিতে মুখর হয়ে ওঠে।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫