গোবিপ্রবির ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির পরিবর্তে সাপ্লাই পানি দেওয়ার অভিযোগ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ খাবার পানির বদলে সাপ্লাই লাইন থেকে পানি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিলে। তবে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ ঘটনাটি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার আশ্বাস দিয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘সকালে ক্যাফেটেরিয়ায় খেতে এসে খাবারের সঙ্গে বিশুদ্ধ পানির আশা করলেও আমি পাই সাপ্লাই লাইন থেকে আসা পানি। এ পানির স্বাদ ও গন্ধ অনেক সময় অস্বাভাবিক থাকে। তাই আমি সহজেই বুঝতে পারি যে এটা বিশুদ্ধ পানি না। পরবর্তী সময়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে অভিযোগ জানালে তিনি দুঃখ প্রকাশ করেন। পরবর্তী এমন ঘটনা ঘটবে না বলে কথা দেন।’

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা খাবারের জন্য টাকা দিই। অন্তত বিশুদ্ধ পানি তো পাওয়া উচিত। কিন্তু আমাদেরকে যদি সাপ্লাইয়ের পানি খেতে হয় যা একেবারেই অগ্রহণযোগ্য।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, ‘আজকে সকাল থেকে বিশুদ্ধ খাবারের পানির লাইনে কোনো পানি না আসার কারণে আমাদের এক কর্মচারী সাপ্লাইয়ের পানির লাইন থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধ পানির পাত্রে রাখে। পরবর্তী সময়ে একজন শিক্ষার্থী যখন এ বিষয়ে অভিযোগ দেন আমি সঙ্গে সঙ্গে সব টেবিলের পানি পরিবর্তন করে দিই এবং তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।’

ক্যাফেটেরিয়া পরিচালক ড. বশির উদ্দিন এ বিষয়ে বলেন, ‘আমি এ বিষয়ে অবগত হয়েছি এবং তৎক্ষণাৎ ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে চূড়ান্তভাবে সতর্ক করেছি। পরবর্তী সময়ে এমন কিছু ঘটলে আমরা বর্তমান ম্যানেজারের লাইসেন্স বাতিলের হুশিয়ারি দিয়েছি।’

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫