প্রমোশন হলেও নতুন স্কেলে বেতন পাচ্ছেন না হাবিপ্রবি শিক্ষকরা 

০৭ আগস্ট ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
হাবিপ্রবি লোগো

হাবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রমোশনপ্রাপ্ত অ্যাসিস্টেন্ট প্রফেসরদের নতুন স্কেলে বেতন ফিক্সেশন সম্পন্ন হলেও তারা এখনো সেই অনুযায়ী বেতন পাচ্ছেন না। শিক্ষকদের অভিযোগ, একাউন্টস বিভাগ ও প্রশাসনের গড়িমসির কারণে তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রমোশন কার্যকর হলেও অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠছে।

ভুক্তভোগী একজন অ্যাসিস্টেন্ট প্রফেসর বলেন, ‘আমাদের রিজেন্ট বোর্ড হয় ২৯ জুন, সেদিন থেকেই ৬ষ্ঠ গ্রেডে অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা। ৩ জুলাই চিঠি ইস্যু হয় এবং আমরা ফিক্সেশন কাগজপত্র জমা দেই। কিন্তু একাউন্টস বিভাগ পুরোনো স্কেলে বেতন শিট পাঠায়। আমরা অধিকাংশই সেটা নিতে অস্বীকৃতি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন করলেও কোনো সুরাহা হয়নি। অথচ কর্মকর্তারা নিজেদের বেতন-ভাতা নিতে আন্দোলন স্থগিত করে আবার আন্দোলনে নামেন। আমাদের পরিবার আছে বাবা-মা, ছোট ভাই-বোন, বাসা ভাড়া, দোকানে বাকী, স্কুলের খরচ, ঔষধ কেনা সবকিছুতেই চাপ পড়ছে।’

এ বিষয়ে অ্যাকাউন্টস শাখার সহকারী পরিচালক এস. এম আবদুল আলিম বলেন, ‘আমাদের কর্মবিরতি চলছে। শিক্ষকদের বেতন এবং ফিক্সেসনেরও কাজ চলছে একটু সময় লাগবে।’

অ্যাকাউন্টস শাখার পরিচালক প্রফেসর ড. ইরফান আলী খোন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।

ভুক্তভোগীরা দ্রুত বেতন ফিক্সেশন কার্যকর করে নতুন স্কেলে বেতন প্রদানের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবিক দিক বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫