অনিয়ম-দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত

২৪ মে ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৭:৪৭ PM
যবিপ্রবি বরখাস্ত কর্মকর্তা  শাহেদ রেজা

যবিপ্রবি বরখাস্ত কর্মকর্তা শাহেদ রেজা © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দপ্তরটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ রেজাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

শুক্রবার রাতে (২৩ মে) যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মাধ্যমে তিনি ব্যক্তিগত লাভবান হওয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, শাহেদ রেজার বিরুদ্ধে যবিপ্রবির পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেন।

এছাড়াও যবিপ্রবি কর্মকর্তা শাহেদ রেজা বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায়, পূর্বে রিজেন্ট বোর্ড থেকে নির্ধারিত জরিমানাসহ মুচলেকা না দেওয়া, পরিবহন দপ্তরের বিভিন্ন সময়ের বিল-ভাউচারে লুকোচুরি ও ভাউচার না দেখিয়ে বিল নেওয়া, পরিবহনের তেল চুরির সাথে সংশ্লিষ্টতা,পরিবহনের যন্ত্রাংশ নষ্ট না হলেও অকেজো দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫