এবার কুয়েট ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির

২১ মে ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১২:২৪ AM
সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি

সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষক সমিতি © টিডিসি রিপোর্ট

‎সংকট নিরসনে ব্যর্থ হওয়ার দাবি তুলে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর নব-নিযুক্ত ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবি তুলেছেন কুয়েট শিক্ষক সমিতি। ‎আজ বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় দিনের মতো ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এমন দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।

সভা শেষে এক প্রেস ব্রিফিং এ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের জায়গায় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করায় শিক্ষক সমিতি মনে করেন তিনি দায়িত্ব পালনে অক্ষম। এমতাবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং চলমান সংকট দীর্ঘায়িত না করে শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর মহোদয়কে পদত্যাগ করার দাবি জানাচ্ছে।

‎একইসাথে সরকারের প্রতি কুয়েট বান্ধব ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। 

‎উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ড. মুহাম্মাদ মাছুদকে ভাইস চ্যান্সেলর থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং ১ মে ২০২৫ তারিখে কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়। ‎ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় অনাস্থা প্রকাশ করে পদত্যাগের আহ্বান জানালেন শিক্ষক সমিতি।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫