যবিপ্রবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে স্মারকলিপি

২০ মে ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ PM
উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করছেন যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি

উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করছেন যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা এবং মাদক রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি। 

সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা। 

এতে বলা হয়, একটি উন্নত ও নৈতিক সমাজ গঠনে প্রয়োজন মাদকমুক্ত, সুস্থ শিক্ষাব্যবস্থা। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা, যেখানে ভবিষ্যতের নাগরিকেরা গড়ে ওঠে। কিন্তু অতীতে অনেক বিশ্ববিদ্যালয় মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। ‘জুলাই বিপ্লব’ এ বাস্তবতার পরিবর্তনের পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে। যার অন্যতম দাবি ছিল মাদকমুক্ত ক্যাম্পাস। এ লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্নাতক সমাপ্তির সময় ডোপ টেস্ট চালু করা জরুরি। এতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

স্মারকলিপিতে প্রস্তাবিত কার্যক্রম গুলো হলো, নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ডোপ টেস্ট পরিচালনায় একটি স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা, মাদক পরীক্ষার ফলাফল ভর্তির শর্ত হিসেবে বিবেচনা করা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রকাশ্যে ধূমপানের শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করা এবং বাংলাদেশ সংবিধান অনুসারে প্রকাশ্যে ধূমপানের দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া। পরবর্তীতে কেউ যদি মাদকাসক্ত হয়, তাহলে তার ছাত্রত্ব বাতিল করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।   

এছাড়াও স্মারকলিপিতে মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, মাদক বিষয়ে জাতীয় নীতিমালার সমর্থন, শিক্ষার্থীর মানসিক ও শারীরিক সুস্থতা মাদকের কুপ্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া এবং তাদের সঠিক মানসিক বিকাশে সহায়তা করা প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার বিষয়ে উল্লেখ করা হয়।  

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫