শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৮ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। পরবর্তীতে বেতনের শিট বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এখান থেকে অন্যান্য ব্যাংকে অক্টোবর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর হওয়ার পর শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা যাবে বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক প্রোগ্রামার বলেন, ‘জিও জারি হওয়ার পর গতকালই আমরা বেতন ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে বেতনের চেক অন্যান্য ব্যাংকে পাঠানোর কথা রয়েছে।’

এদিন সন্ধ্যায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতন-ভাতা পেতে পারেন। কোনো কারণে আজ বুধবার না পেলে আগামীকাল বৃহস্পতিবার তারা বেতন-ভাতা পাবেন।

আরও পড়ুন: একাদশে রেজিস্ট্রেশনে ছবি আপলোড জটিলতা সমাধান করে নতুন বার্তা

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫