অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার © সংগৃহীত ছবি
রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের পেছনের এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহালের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু কাল, নিয়মাবলী দেখুন
ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসের পেছনের একটি স্থান থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে তারা।