বিএনপির মিছিলে থাকা ছাত্রলীগ নেতা ও তার দুই ভাইকে কুপিয়ে জখম

০৬ আগস্ট ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
হাসপাতালে চিকিৎসাধীন এক আহত

হাসপাতালে চিকিৎসাধীন এক আহত © সংগৃহীত

মাদারীপুরে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় মিছিলে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতা ও তার দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির মিছিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, মাদারীপুরের পৌরসভার নতুন মাদারীপুর গ্রামের আজিজ মুন্সির তিন ছেলে  লিখন মুন্সি (৩৫), মিলন মুন্সি (৩০) ও সোহাগ মুন্সি (২৮)। তাদের মধ্যে লিখন পৌর ছাত্রলীগের সহসভাপতি। তিনি শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ  জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিজয় মিছল করেছে বিএনপি। এতে অংশ নেন লিখন, মিলন, সোহাগ এবং তাদের আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সি। মিছিল চলাকালে হঠাৎ পেছন থেকে সোহাগের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। ভাইকে রক্ষা করতে গেলে লিখন ও মিলনও হামলার শিকার হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

আহত মিলন বলেন, ‘আমার ভাইকে কোপাচ্ছিল সন্ত্রাসীরা। পরে আমি ও আমার আরেক ভাই তাকে বাঁচাতে গেলে আমাদের কুপিয়ে জখম করা হয়। আমি অনেককে চিনি। আপাতত তাদের নাম বলব না। তবে তাদের নামে মামলা করা হবে। এই ঘটনায় আরেক ভাই শ্রমিক দলের নেতা সেলিম মুন্সি দূরে থাকায় তাঁকে কোপাতে পারেনি।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিক দলের নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে এই হামলা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫