ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্নার ধোঁয়া নিয়ে বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

১৬ জুন ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৬:০৬ PM
ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্নার ধোঁয়া নিয়ে শুরু হওয়া তুচ্ছ তর্কের জেরে বড় ভাই ও ভাতিজার মারধরে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন (৩৫) নামের ওই ব্যক্তি মারা যান।

নিহত মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকার মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রান্নার ধোঁয়া নিয়ে মনির হোসেনের সঙ্গে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে রবিবার দুপুরে আবারও দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই ও তার ছেলে মিলে মনিরকে মারধর করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে মনিরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫