চমক রেখে অধিনায়কের নাম ঘোষণা নোয়াখালী এক্সপ্রেসের 

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
নোয়াখালী এক্সপ্রেসের লোগো

নোয়াখালী এক্সপ্রেসের লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন সৈকত আলী।

জনসন চার্লস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবী কিংবা ডিরেক্ট সাইনিংয়ে দলে আসা হাসান মাহমুদের মতো পরিচিত নামগুলো নয়, নোয়াখালী এক্সপ্রেস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে সৈকতকে। কিছুটা চমক জাগানো এই সিদ্ধান্তে নেতৃত্বের ভার পড়েছে অভিজ্ঞ হলেও আড়ালে থাকা এক ক্রিকেটারের কাঁধে।

৩২ বছর বয়সী সৈকত আলী একজন ব্যাটার হলেও প্রয়োজন অনুযায়ী মিডিয়াম পেসে বল করতে পারেন, যা তাকে কার্যকর অলরাউন্ড বিকল্পে পরিণত করেছে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটার বিপিএলে নতুন নন। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। 

যদিও বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের জার্সিতে খেলেছেন সৈকত, তবে এখনো পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। তবুও ধারাবাহিক পারফরম্যান্স ও মাঠের অভিজ্ঞতার ভিত্তিতেই নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্বে তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিপিএলের মতো বড় মঞ্চে অধিনায়ক হিসেবে সৈকত আলী দলকে কতটা এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫