রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতায় মোস্তাফিজ 

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

রীতিমতো লড়াই, উত্তাপ, দরযুদ্ধ শেষে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে দল পেলেন মোস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই অবহেলিত বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এর পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়ও দেখেন ক্রীড়াপ্রেমীরা। কেননা, পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিতে বরাবরই অনীহা দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির। 

এদিকে লাল-সবুজের হয়ে প্রথম আইপিএল খেলেন মোহাম্মদ আশরাফুল। এরপর অবশ্য সাকিব আল হাসান একাধিক মৌসুমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০১২ সালে কেকেআরের শিরোপা জয়ের অংশও ছিলেন সাবেক এই অধিনায়ক। 

মাঝে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, লিটন দাস বিভিন্ন সময়ে সুযোগ পেলেও নিয়মিত খেলার সুযোগ খুব বেশি পাননি। তবে সাকিবের পর সবচেয়ে ধারাবাহিক ও সফল নাম নিঃসন্দেহে মোস্তাফিজুর রহমান।

আইপিএলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই পেসার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ ম্যাচে ১৭ উইকেট নিয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। একইসঙ্গে প্রথম ও একমাত্র বিদেশি হিসেবে উদীয়মান ক্রিকেটারের পদক জেতেন। 

এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ‘দ্য ফিজ’। ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ার এখনও আইপিএলের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে কখনোই অন্য বিদেশিদের মতো কাড়াকাড়ি টাকা পাননি। অনেক সময় তো ভিত্তিমূল্যেই বিক্রি হয়েছেন।

এবারের আইপিএল মিনি নিলামেও বাংলাদেশের একমাত্র বড় ভরসা ছিলেন মোস্তাফিজ। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠতেই তাকে ঘিরে শুরু হয় তীব্র দরযুদ্ধ। শুরু থেকেই আগ্রহ দেখায় চেন্নাই ও কলকাতা। দুই ফ্র্যাঞ্চাইজিই অভিজ্ঞ বিদেশি পেসার খুঁজছিল।

নিলামের টেবিলে একের পর এক দর বাড়তে থাকে। চেন্নাই ও কলকাতার পাল্টাপাল্টি দর হাঁকানোয় অল্প সময়েই দাম পৌঁছে যায় কয়েক কোটিতে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটিই সর্বোচ্চ মূল্য হয়ে রইল।

এর আগে, ২০০৯ সালে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন মাশরাফি। সেবার তাকে ৬ লাখ ডলারে দলে নিয়েছিল কেকেআর, বর্তমান ডলার–রুপি বিনিময় মূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপির সমান।


এদিকে এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে আইপিএলের ষষ্ঠ ভিন্ন দলে খেলতে যাচ্ছেন কাটার মাস্টার। এর আগে হায়দরাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলেছেন। এ ছাড়া আইপিএলে এখন পর্যন্ত ৮টি মৌসুমে অংশ নিয়ে মোস্তাফিজ ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫ উইকেট।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫