চমক রেখে ভারতের বিপক্ষে শেষ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

২৮ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৯ PM
ভারত-ইংল্যান্ড ম্যাচ

ভারত-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগে স্বস্তিতে নেই ইংল্যান্ড। চতুর্থ টেস্টেই তাদের সামনে সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল। কিন্তু ভারতীয় ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচটি ড্র হওয়ায় সেই সুযোগ হারায় স্বাগতিকরা। ফলে, শেষ টেস্টে গিয়ে ঠেকেছে সব সমীকরণ। সিরিজ জেতার জন্য এই ম্যাচ অবশ্যই ড্র করতে হবে ইংলিশদের। অন্যদিকে সিরিজে সমতা আনতে শেষ টেস্টে অবশ্যই জয় লাগবে ভারতের।

এমন সমীকরণে চলমান টেস্ট সিরিজের পঞ্চম ও শেষটির স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন করে এই সিরিজের জন্য ডাক পেয়েছেন জেমি ওভারটন। এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই।

সর্বশেষ টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি স্বাগতিক বোলাররা। বিপরীতে অনেকটাই সাবলীল ব্যাটিং করেন ভারতের ব্যাটাররা। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস-ও বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, শেষ টেস্টে তাদের নতুন বোলারের প্রয়োজন হতে পারে।

স্টোকস ভাষ্যমতে, ‘যদি আপনি দেখেন আমরা কতক্ষণ ফিল্ডিং করেছি এবং বোলিং ইউনিট হিসেবে কত ওভার বল করেছি, তাহলে বোঝা যাবে সবাই অনেক ক্লান্ত এবং ব্যথায় ভুগছে। আমরা সবাইকে পর্যবেক্ষণ করব এবং আগামী দুই-তিন দিনের বিশ্রামকে কাজে লাগাব, তারপর সিদ্ধান্ত নেব।’

ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫