টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত 

২৮ জুন ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তীব্র হতাশা প্রকাশ করেন তিনি। আজ শনিবার (২৮ জুন) হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এ সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ভাবনার পর সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোই দলের জন্য ভালো হবে। দলের স্বার্থেই এই সিদ্ধান্ত।’

প্রসঙ্গত, ২০২৪ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব পরিবর্তনের বছর। বছরের শুরুতে তিন সংস্করণেই দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। সর্বপ্রথম টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে নিজে থেকেই সরে দাঁড়ান শান্ত।

এরপর এই সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে বিতর্কের জন্ম হয় শ্রীলঙ্কা সিরিজের আগে, যখন শান্তকে না জানিয়ে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজকে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫