মেট্রোরেল দুর্ঘটনা

‘জীবন থেকে পালাতে’ চাওয়ার আকাঙ্ক্ষার ২৪ ঘণ্টা না পেরোতেই হারালেন প্রাণ

২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪১ PM
আবুল কালাম

আবুল কালাম © টিডিসি সম্পাদিত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা আবুল কালাম (৩৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি শরীয়তপুরে। তিনি জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে।

এ দুর্ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ে গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে আবুল কালাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর পর সেটি ভাইরাল হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ 

তারেক আজিজ নামে একজন তার পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, সি এম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্ট। আজকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়।

সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫