মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর

২৬ অক্টোবর ২০২৫, ০১:২১ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর © সংগৃহীত

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে হটাৎ বড় আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় স্প্রিংটি এক ব্যাক্তির মাথায় আঘাত করে পাশের একটি চাপ-সিঙ্গারার দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান।

এদিকে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পথচারীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধারনা করা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর সাড়ে ১২ টার দিক থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জাননো জানানো হবে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন। তবে তার নাম, পরিচয় জানা যায়নি।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপনাদের শোকের ধকল যদি কিছুটা কমে, তাহলে একটা বিষয়ে দৃষ্টি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার পর এই প্রথম প্রকাশ্যে গুলি চালানো ফয়সাল করিম মা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫