ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হলে গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন পাব: আরিফ

২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার © টিডিসি

বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামে গাজীপুর ছিল অগ্রভাগে। আমরা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হলে গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন আমি পাব বলে বিশ্বাস করি।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকায় এ সভার আয়োজন করা হয়।

আরিফ হোসেন হাওলাদার বলেন, দেশের চলমান সংকট মোকাবিলা ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বিএনপির এই কর্মসূচিই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আরিফ হোসেন হাওলাদারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
 
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আমিনুর রহমান মধু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদল নেতা জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫