টঙ্গীতে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ PM
ফাইটার নুরুল হুদা

ফাইটার নুরুল হুদা © টিডিসি সম্পাদিত

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফাইটার নুরুল হুদা (৩৮) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় শতভাগই পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই চারদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। পরপর দুই সদস্যের মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, নিহত নুরুল হুদা (পি.এন ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘদিন টঙ্গী ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করে আসছিলেন। তার জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই, নিজ বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি বিবাহিত ছিলেন। পিতা আব্দুল মনসুর ও মাতা শিরিনা খাতুন।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এ সাহসী দুই যোদ্ধার মৃত্যুতে সহকর্মীরা ভেঙে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫