লুট হওয়া সাদা পাথর ফেরত দিতে ৩ দিনের আল্টিমেটাম

২৪ আগস্ট ২০২৫, ১২:৪০ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM
জেলা প্রশাসক সারওয়ার আলম

জেলা প্রশাসক সারওয়ার আলম © সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথর নিজ উদ্যোগে এবং নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে যার যার অবস্থান থেকে এসব পাথর ফেরত দিতে হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা মাঠ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘২৫ আগস্টের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করতে বলা হয়েছে। ইতোমধ্যে দুই উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগের পাশাপাশি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া পাথরের মূলহোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫