গণধোলাইয়ের পর যুবলীগ নেতা ‘গামছা মোস্তফা’কে পুলিশের হাতে দিল জনতা

১১ আগস্ট ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
মোস্তফা মোড়ল ওরফে ‘গামছা মোস্তফা’

মোস্তফা মোড়ল ওরফে ‘গামছা মোস্তফা’ © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল ওরফে ‘গামছা মোস্তফা’কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উৎসুক জনতা। রোববার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জের হরিনগর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত প্রায় নয়টার দিকে স্থানীয়রা মোস্তফাকে আটক করে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সেদিন রাতে হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসেন মোস্তফা। তাকে দেখে এলাকাবাসীর মধ্যে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং চিহ্নিত করার পর গণধোলাই দেয়। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হরিনগরের ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় গামছা মোস্তফা বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন বলেও দাবি করেন তারা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫