হাসপাতালে রোগীর মাকে মারধরের অভিযোগ, তদন্তের আশ্বাস তত্ত্বাবধায়কের

২৪ জুলাই ২০২৫, ০৬:৫৬ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:৫০ AM
পটুয়াখালী মেডিকেল কলেজ

পটুয়াখালী মেডিকেল কলেজ © ফাইল ছবি

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মাকে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে সিনিয়র স্টাফ নার্স আয়শা আক্তারের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) দুপুরে হাসপাতালের শিশু বিভাগে কর্মরত অবস্থায় ওই নার্স রোগীর মাকে গালিগালাজ করেন এবং একাধিকবার শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী সোকানুর বেগম জানান, তিনি তার অসুস্থ শিশু কন্যাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যান। ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স আয়শা আক্তারের সঙ্গে কথা বলতে গেলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং গালিগালাজ শুরু করেন। এরপর হাসপাতালের ওয়ার্ডের মাঝেই তাকে মারধর করেন বলে অভিযোগ করেন সোকানুর।

তিনি বলেন, “আমি আমার মেয়ের জন্য হাসপাতালে এসেছিলাম। কিছু জিজ্ঞেস করতেই উনি রাগ করে চিৎকার করতে থাকেন। পরে আমাকে সবার সামনে কয়েকবার আঘাত করেন। এটা কোনোভাবে মানা যায় না। এটা কি হাসপাতালের আচরণ?”

এই ঘটনার পর উপস্থিত অন্যান্য রোগীর স্বজনরাও প্রতিবাদ জানান এবং নার্সের এমন আচরণের নিন্দা করেন।

অভিযোগের বিষয়ে সিনিয়র নার্স আয়শা আক্তারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

তবে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, “আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

উল্লেখ্য, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি চিকিৎসা সেবার মান, স্টাফদের আচরণ, রোগী হয়রানি এবং ওষুধ সংকটসহ বিভিন্ন কারণে বারবার আলোচনায় এসেছে। এই নতুন অভিযোগ প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও রোগী সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা দোষী নার্সের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করেছেন।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫