নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

০২ জুলাই ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে। বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।  

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের এক জনের নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা.মরিয়ম সিমি বলেন, ওই ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কীট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপনাদের শোকের ধকল যদি কিছুটা কমে, তাহলে একটা বিষয়ে দৃষ্টি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার পর এই প্রথম প্রকাশ্যে গুলি চালানো ফয়সাল করিম মা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫