টানা বর্ষণে ভেঙে পড়েছে নদীর ওপর নির্মিত কালভার্ট, ১৫ গ্রামের মানুষের ভোগান্তি

৩১ মে ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
টানা বর্ষণে ভেঙে পড়েছে নদীর ওপর নির্মিত কালভার্ট

টানা বর্ষণে ভেঙে পড়েছে নদীর ওপর নির্মিত কালভার্ট © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে আয়মন নদীর ওপর নির্মিত একটি বক্স কালভার্ট টানা বর্ষণের কারণে ভেঙে পড়েছে। এতে করে অন্তত ১৫টি গ্রামের প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আয়মন নদী খননের কাজ সম্পন্ন করে। নদীর তলদেশ থেকে মাটি তোলার ফলে কালভার্টের নিচের মাটি আলগা হয়ে যায়। পরপর দুই দিনের ভারি বৃষ্টিতে নদীর প্রবাহ বেড়ে গিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কালভার্টের দুপাশের মাটি সরে যেতে শুরু করে। একপর্যায়ে কালভার্টটি ভেঙে পড়ে। স্থানীয়ভাবে এটি "পলশা গহুর মোল্লা ব্রিজ" নামে পরিচিত।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ২০০১ সালে নির্মিত কালভার্টটি ছিল ১০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের একটি বক্স কালভার্ট। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “নদী খননের ফলে বক্স কালভার্টের নিচ থেকে মাটি সরে যায় এবং অতিবর্ষণে সেটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। বর্তমানে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমান জানান, খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ি থেকে চান্দেরবাজার পর্যন্ত পাকা সড়কে থাকা এই কালভার্টটি দিয়ে পলশা, ভিটিবাড়ি, চাপুড়িয়া, গড়বাজাইল, খিলগাতী, রামভদ্রপুর, বানিয়াকাজী, শিবপুর, কবীরপুর, ইটচকি প্রভৃতি ১৫টিরও বেশি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করতেন। এখন সেতু ভেঙে পড়ায় ওইসব গ্রামের বাসিন্দারা মুক্তাগাছা উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম বলেন, “মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সেখানে অস্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫