তিন নারীকে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

২৮ মে ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৬:৩৯ PM
আটককৃত যুবদল নেতা মোহাম্মদ আলী

আটককৃত যুবদল নেতা মোহাম্মদ আলী © টিডিসি সম্পাদিত

ভোলার চরফ্যাশনে তিন নারীকে মারধরের মামলায় মোহাম্মদ আলী (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত জালাল বেপারীর ছেলে।

চর কুকরি মুকরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহিদ হোসেন মিঞা বলেন, ‘তিন নারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে।’

মামলার বাদী নুপুর অভিযোগ করে বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোহাম্মদ আলী আমাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় ১৪ মে দুপুরে চর কুকরি মুকরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আমার বাবার বাড়ির দরজায় আমার মা রহিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। আমি ও আমার ছোট বোন মুক্তা এগিয়ে এলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

তিনি আরও জানান, হাসপাতাল থেকে বাড়ি ফিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও থানা পুলিশের কাছে বিচার চাওয়া হলেও কোনো সমাধান মেলেনি। পরে ১৭ মে ভোলা সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন তিনি। বুধবার দুপুরে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫