চরফ্যাশনে জেলে পুনর্বাসনের চালে বিতরণে অনিয়ম, ইউপি সচিব অবরুদ্ধ
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে জেলে পুনর্বাসন প্রকল্পের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের সচিব আহিদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ জেলেরা। সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা অভিযোগ করেন, পুনর্বাসন কার্যক্রমে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি তালিকাভুক্ত প্রকৃত জেলেদের নাম বাদ দেওয়া, স্বজনপ্রীতি ও বণ্টন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও ওঠে। অনেকেই জানান, প্রকল্পের সুবিধাভোগীদের একটি বড় অংশ বারবার বঞ্চিত হচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে একাধিক জেলে বলেন, “আমরা বছরের নির্দিষ্ট সময়ে মাছ ধরতে পারি না, তাই সরকার এই সহায়তা দেয়। কিন্তু প্রতি বছরই চাল বিতরণে অনিয়ম হয়। আমাদের চাল কম দেওয়া হয়, আবার অনেক প্রকৃত জেলের নাম তালিকায়ই থাকে না।”
জেলেদের বিক্ষোভে ইউনিয়ন সচিব আহিদুর রহমান পরিষদ ভবনের একটি কক্ষে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, চাল বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা আরও জানান, প্রতিবছর একই ধরনের অভিযোগ উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না, যার ফলে অনিয়ম চলছেই।
প্রসঙ্গত, জেলেদের জন্য বরাদ্দকৃত এই পুনর্বাসনের চাল সরকার বর্ষাকালে মাছ ধরা নিষিদ্ধ থাকার সময়ে সহায়তা হিসেবে দেয়, যাতে তারা খাদ্য সুরক্ষা পায়। তাই এই সহায়তা বণ্টনে অনিয়ম সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।