শেরপুরে ৫ দফা দাবিতে ১৪ কি.মি মানববন্ধনের ডাক

১৩ মে ২০২৫, ১১:৪৭ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৯:৩৪ AM
শেরপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন

শেরপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন © সংগৃহীত

শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের জন্য ৫ দফা দাবিতে বৃহৎ নাগরিক মানববন্ধনের আয়োজন করেছে শেরপুর প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার খোয়ারপাড় (শাপলা চত্বর) মোড় থেকে অষ্টমীতলা (পুলিশ লাইন্স মোড়) পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে গত এক মাস ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে আয়োজকরা।

আরও পড়ুন: হাবিপ্রবিতে ৩৬ প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আগ্রহীরা

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, ‘আমাদের শেরপুর জেলা দীর্ঘদিন রাজনৈতিক কারণে পিছিয়ে আছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ সবক্ষেত্রেই। আসুন পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নেই। আওয়াজ তুলি সবাই একসাথে, দাঁড়াই ১৫ মে বৃহস্পতিবার সকাল ১১টা ১মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক মানবন্ধনে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে জোর আওয়াজ তুলি।’

প্রকাশিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—শেরপুরে আধুনিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, রেলপথ সংযোগ, পর্যটন সুবিধা বাড়ানো এবং ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরেও শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক), র‍্যাবসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা ও উপেক্ষার কারণেই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তারা।

উল্লেখ্য, মানববন্ধন উপলক্ষে শেরপুর প্রেস ক্লাব থেকে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নিতে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫