বুয়েট ভর্তি পরীক্ষায় থাকছে না প্রাথমিক বাছাই

২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। যদিও এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তিতে এমসিকিউ টাইপের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবার বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার বাছাই (এমসিকিউ) পরীক্ষা হবে না। এইচএসসিতে যারা ভালো ফলাফল করেছেন তারা সবাই যোগ্য। কেননা এবার প্রকৃত রেজাল্ট দেওয়া হয়েছে। সেজন্য এবার আর প্রাথমিক বাছাই পরীক্ষা হবে না। এবার সরাসরি চূড়ান্ত (লিখিত) পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা তারিখ জানিয়ে তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। তিন সপ্তাহের একটু বেশি সময় শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। চলতি সপ্তাহে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আবেদন যোগ্যতা আগের মতো থাকছে জানিয়ে অধ্যাপক ড. আব্দুল জলিল আরও বলেন, ভর্তি আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই আবেদনের জন্য জিপিএ-৫ পেতে হবে। এছাড়া পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫