২০২৫-২৬ শিক্ষাবর্ষ

গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন আয়োজক কমিটির আহবায়ক

০৯ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:২০ AM
ভর্তি পরীক্ষার্থী ও ইনসেটে অধ্যাপক আনোয়ারুল আজীম

ভর্তি পরীক্ষার্থী ও ইনসেটে অধ্যাপক আনোয়ারুল আজীম © ফাইল ছবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা আয়োজন করতে চাই।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজন করার। তবে আমরা যদ দ্রুতই পরীক্ষা নেই না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষা আয়োজন করতে হবে। তা না হলে আমাদের এখানে যারা ভর্তির সুযোগ পাবেন, তারা পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবেন। ফলে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।’

চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ আরও বলেন. ‘আগামী ১০ আগস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা রয়েছে। ওই সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া আগামী ১১ আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হবে।’

আ.লীগের আমলে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পাঠানো হয় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫