বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা?

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ PM
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর © সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়ে বিয়ের সুখবর শেয়ার করেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা, যেখানে তার সঙ্গে ছিলেন লেখক ও ব্যবসায়ী রাহুল মোদী।

ভিডিওটির ক্যাপশনে রাহুলকে ট্যাগ করে শ্রদ্ধা লিখেছেন, কেউ আমাকে এমন একজন মানুষ খুঁজে দাও, যে আমার সব বায়না মেনে নেবে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রদ্ধার এমন পোস্ট চোখে পড়তেই লাইক রিয়েকশন দিয়েছেন রাহুল। আর এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও রাহুল চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

শোনা যাচ্ছে, বছরের শেষে শীতেই বিয়ে করছেন রাহুল ও শ্রদ্ধা। খুব শিগগিরই বিয়ের ঘোষণা ও তারিখ জানাবেন এ জুটি। অনেকদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া যাচ্ছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫