২৪ ঘণ্টায় রাবিতে আবেদন ৪১ হাজার, ‘সি’ ইউনিটে সর্বাধিক
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০২২, ০৬:০২ PM , আপডেট: ২৬ মে ২০২২, ০৬:০২ PM
২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে ভর্তি আবেদন চলছে। বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে শুরুর পর ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তিচ্ছু প্রাথমিক আবেদন করেন। এতে ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে সর্বমোট ৪১ হাজার ৭৪১টি আবেদন করেছেন। এরমধ্যে ‘সি’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের আবেদনের সংখ্যা সর্বাধিক।
তিনি বলেন, আজ দুপুরের আবেদন সংখ্যা হিসেব করলে দেখা যায় ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১৬ হাজার ১৫৬ টি, ‘এ’ (মানবিক) ইউনিটে ১৩ হাজার ৫১৮ টি এবং ‘বি’ (বানিজ্য) ইউনিটে ১২ হাজার ৬৭টি প্রাথমিক আবেদন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষা শুরু জুলাইয়ে, মানবন্টন যেভাবে
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৫ মে শুরু হয়ে শেষ হবে ৯ জুন। পরবর্তী জিপিএর ভিত্তিতে নির্বাচিত চূড়ান্ত পর্যায়ের আবেদন শুরু হবে ১৫ জুন। যা চলবে ২৮ জুন পর্যন্ত।
চূড়ান্ত আবেদন শেষে ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এবছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ১১শ টাকা নির্ধারণ করা হয়েছে।