ঢাবি জিয়া হলের ‘নেটওয়ার্ক অব সোশ্যাল ওয়ার্কার্স’র কমিটি ঘোষণা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:০১ PM , আপডেট: ২৩ মার্চ ২০২২, ১২:০১ PM
আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘নেটওয়ার্ক অব সোশ্যাল ওয়ার্কার্স (এন এস ডাব্লিউ)’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সংগঠনটির সদ্য সভাপতি সাইফুল ইসলাম তপু ও সাধারণ সম্পাদক ইমরান হাসান নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম তপু, সাধারণ সম্পাদক হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমরান হাসান নোমান। সহ-সভাপতি হিসেবে সাদউদ্দিন খন্দকার,আব্দুন নুর তুষার, খোকন মাহমুদ, সুমন আহমেদ,মো. আবু বকর সিদ্দিক। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হামিদ লিখন, শেখ রাহাগির হাসনাইন।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি: আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে কুবি
সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ শুভ, শাকিল মণ্ডল, আব্দুল কাদির, মোনাছ হাওলাদার, দপ্তর সম্পাদক সোহানুর রহমান আশিক, প্রচার সম্পাদক বেলাল হোসেন অপু খান, অর্থ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, ক্রীড়া সম্পাদক এহসানুল কবির,আপ্যায়ন সম্পাদক লিটন ইসলাম, সদস্য হিসেবে মনোয়ার ইসলাম, হাসিবুর রহমান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান রাবদান ও ইব্রাহিম মিয়া দায়িত্ব পালন করবেন।
সামনের দিনে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম তপু বলেন, এই পরিবারের সকল অগ্রজদের দিক নির্দেশনা,পরামর্শ ও সহায়তার মধ্য দিয়ে আমাদের এই পরিবার আরো বেশি গতিশীল হবে। যে সকল সিনিয়র ভাইয়েরা হল ছেড়ে চলে গিয়েছেন তাদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেকার একটা সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য হবে, যাতে করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকে যুগের পর যুগ। সর্বোপরি, এই পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সাধারণ সম্পাদক ইমরান হাসান নোমান বলেন, জিয়া হল সমাজকল্যাণ একটা সুশৃঙ্খল পরিবার। আমাকে এমন একটি পরিবারের সাধারণ সম্পাদক করায় সিনিয়রদের প্রতি কৃতজ্ঞ। আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করার। সেই পরিকল্পনা মাথায় রেখে আমাদের এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। যাতে পরিবারের সকলের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারি।