ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করবে ইশা ও ছাত্র অধিকার পরিষদ

আগামী ১ সেপ্টেম্বর ঢাবি ‘ক’ ইউনিটের পরীক্ষা
আগামী ১ সেপ্টেম্বর ঢাবি ‘ক’ ইউনিটের পরীক্ষা   © সংগৃহীত

১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে যাদের থাকার ব্যবস্থা নেই, তাদের থাকার ব্যবস্থা করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন(ইশা)। ঢাকায় কিংবা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে গিয়ে কারও থাকা-খাওয়ার সমস্যা থাকলে তাদের সহযোগিতার কথা জানিয়েছে সংগঠন দু্ইটি। দ্যা ডেইলি ক্যাম্পাসকে পৃথক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং ইশা’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি জামাল উদ্দিন খালেদ।

ইয়ামিন মোল্লা জানান, ভর্তিচ্ছুদের জন্য ঢাকাসহ দেশের সকল কেন্দ্রে আমাদের বুথ এবং স্বেচ্ছাসেবকরা থাকবেন। তারা সেখানে সব ধরণের সুযোগ-সুবিধা চাইতে পারবে। কারও আবাসন সমস্যা থাকলে আমরা ব্যবস্থা করব। ছেলেদের থাকার ব্যবস্থা করতে আমরা প্রস্তুত আছি, তবে ছাত্রীদের ব্যাপারে এখনও আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। ভর্তিচ্ছুদের শুভেচ্ছা। আমরা তাদের সফলতা কামনা করছি।’

আরও পড়ুন: পরীক্ষার হলে যে ভুলগুলো করা যাবে না

জামাল উদ্দিন খালিদ বলেন, ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৮ বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেক্স ও সমন্বিত অনলাইন তথ্য সেবার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন পয়েন্টে হেল্প ডেক্স স্থাপন, খাবার পানি, কলম সরবারহ এবং বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং ৮ বিভাগের ৮ টি পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদানের সুবিধার্থে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence