চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:২৭ PM , আপডেট: ০৫ মে ২০২১, ১১:২৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক বেনু কুমার দে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক । আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, বুধবার আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে কে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি অবসরে গেলেও সরকারি বিধি অনুযায়ী তিনি উপ-উপাচার্য পদের দায়িত্ব পালন করতে পারবেন।