‘সরকারি সিদ্ধান্তের বাইরে জাবির হল খোলার অভিপ্রায় নেই’
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেছেন, ‘এ মুহূর্তে সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় ও হল খোলার অভিপ্রায় নেই প্রশাসনের। আমরা পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছি।’ আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তিনি সাংবাদিদেরকে একথা বলেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর আবাসিক হল খোলা দাবিতে আল্টিমেটাম শেষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত দেয়া এ আল্টিমেটামের পর শিক্ষার্থীদের আন্দোলনস্থলে গিয়ে কথা বলেন শিক্ষকরা।
তবে শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করছেন। এসময় আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে একে একে সব হলের তালা ভাঙা শুরু করেছে।
দুপুর ১২টার পর প্রথমে আন্দোলনকারীদের আল বেরুনী হলের তালা ভাঙতে দেখা গেছে। তবে তারা হলের ভেতরে প্রবেশ করেনি। এসময় তারা হলের সামনে কিছু সময় অবস্থান নিয়ে ফের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এরপর সাড়ে ১২টার দিকে ফজিলাতুন্নেছা হলের তালা ভাঙতে দেখা গেছে।