অধ্যাপক কামরুল হুদার মৃত্যুতে চবি উপাচার্যের শোক
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫২ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল হুদার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এক শোক বার্তায় চবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, নির্লোভ, নিরঅহংকারী সদা হাস্যেজ্জ্বল সর্বোপরি একজন আদর্শ শিক্ষক ও গবেষক। তিনি একজন দক্ষ প্রশাসকও বটে। এ মেধাবী শিক্ষকের আকস্মিক মৃত্যুতে তিনি অত্যন্ত মর্মাহত।
উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি যে মেধা, প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন চবি কর্তৃপক্ষ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
মৃত্যুকালে অধ্যাপক কামরুল হুদার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ১ম জানাযা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোহরের নামাজের পর ২য় জানাযা এবং আসরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি হাটহাজারী কাটিরহাট মাস্টারবাড়ী ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ মেধাবী শিক্ষক তাঁর শিক্ষকতা জীবনের পাশাপাশি চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে গত ২৭ জানুয়ারী তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে পায়ে এবং চোখে আঘাতপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।