জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: চবি উপাচার্য
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০২:৪৪ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ০২:৪৪ PM
মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃংখল জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। রবিবার ‘বঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগ ২০২১’ এর ফাইনাল খেলা ও চবির প্রাক্তন হকি খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
উপাচার্য বলেন, খেলাধুলা ও শরীর চর্চা খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শৃংখলাবোধ সর্বোপরি পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে প্রাক্তন ও বর্তমান হকি খেলোয়াড়সহ উপস্থিত সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
টুর্ণামেন্টের ফাইনালে শেখ আবু নাসের স্মৃতি সংসদ দল শেখ কামাল স্মৃতি সংসদ দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপাচার্য বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং প্রাক্তন খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবি আইন উপদেষ্টা বøু অ্যাওয়ার্ড প্রাপ্ত খেলোয়াড় এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোঃ আলমগীর প্রমুখ।