ঢাবির শতবর্ষ: লোগোর বিপরীতে যত লোগো

০৬ নভেম্বর ২০২০, ০৯:১৫ PM
শতবর্ষ উপলক্ষে প্রকাশিত লোগো

শতবর্ষ উপলক্ষে প্রকাশিত লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহের যেন কমতি নেই। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে বিস্তর কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শতবর্ষ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃক লোগো প্রকাশের পর ছাত্র-ছাত্রীদের আগ্রহে যেন ভাটা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

লোগোর কালার এবং ডিজাইন অনেক নিম্ন মানের হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর উদযাপন করতে যাবে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের একশ বছরের ইতিহাস, ঐতিহ্য প্রকাশ পায় এমন বিষয় লোগোতে রাখা দরকার ছিল। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলোর দিকে খেয়াল না করেই নিজেদের ইচ্ছেমতো লোগোর ডিজাইন করেছে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। অনেক শিক্ষার্থী নিজেদের উদ্যোগে লোগো বানানো শুরু করেন। যার অনেকগুলো ইতোমধ্যেই ফেসবুকে প্রকাশ করেছেন তারা। অনেকে আবার শিক্ষার্থীদের তৈরিকৃত লোগোগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিজাইন করা লোগোর চেয়েও ভালো বলছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান সিয়াম শতবর্ষ উপলক্ষে নিজেই একটি লোগো বানিয়েছেন। সেই লোগো তিনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ারও করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষ যেই লোগো বানিয়েছে তা মোটেও পছন্দ হয়নি।
তাই নিজেই একটা বানানোর চেষ্টা করলাম’’।

নিচে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত লোগোগুলো দেয়া হলো...

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৮ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ জানুয়ারি ২০২৬
শীতে কষ্ট পাওয়া ঢাবির আবাসিক হলের বিড়ালদের শেল্টার বক্সের ব…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে জয়ী হয়ে ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইনকিলাব…
  • ০৮ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা ছাড়াও গুলি করা হয় আরও একজনকে, নেপথ্যে …
  • ০৮ জানুয়ারি ২০২৬