বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
তিনি চবি ভর্তি পরীক্ষায় ৮৮ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৬৫০৬৫৮। গত বছর রাবি ভর্তি পরীক্ষায় ৮৫ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন তিনি। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. ফরিদুল আলম একজন জেনারেল ফিজিশিয়ান (ফার্মেসি) ও মাতা মাসুকা বেগম একজন গৃহিণী। চার ভাই-বোনের মধ্যে বোরহান তৃতীয়।
অনুভূতি প্রকাশ করে বোরহান উদ্দীন বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অশেষ রহমতে দেশের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ে পরপর ভর্তির সুযোগ লাভ করেছি। এর পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। নিয়মিত পড়াশোনা, নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই— এটাই আমার লক্ষ্য।
রাবির আইন বিভাগে ভর্তি থাকা সত্ত্বেও চবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা একটি বিভাগ। তবে রাজশাহীর পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রায় এক মাস পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিই।
তিনি আরও বলেন, আমি পূর্বে চট্টগ্রামে পড়াশোনা করেছি, ফলে এই শহরের প্রতি আমার একটি গভীর আবেগ ও টান রয়েছে। পরিচিত পরিবেশ, শিক্ষা-সংস্কৃতি এবং মানসিক স্বাচ্ছন্দ্যের কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করছি।