চাকসুর উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে শিক্ষার্থীদের লাইন (ইনসেটে চিকিৎসা নিচ্ছেন)
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে শিক্ষার্থীদের লাইন (ইনসেটে চিকিৎসা নিচ্ছেন)  © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সার্বিক সহযোগিতায় চবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। 

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০০জন শিক্ষার্থী সেবা নেন। ক্যাম্পে ৮ টি বিভাগের ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দেন। এসব সেবার মধ্যে রয়েছে কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্ম, নাক, কান ও গলা, জেনারেল সার্জারি ও নিউট্রিশন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। ছেলে ও মেয়েদের জন্য পৃথক মোট ১২টি বুথে চিকিৎসা গ্রহণ করেন শিক্ষার্থীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। কারণ স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা হবে না। আমরা চবি মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা বাড়ানোর চেষ্টা করছি। চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান। এ ছাড়া মানসিক স্বাস্থ্যসেবা, অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের মেডিকেল করা যাচ্ছে। আশা করি, চাকসু সামনের দিকে আরও ভালো উদ্যােগ গ্রহণ করবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক বলেন, আমরা কয়েক জায়গায় ফ্রি মেডিকেল সেবা দিয়েছি। ক্যাম্পাসের মধ্যে এটাই প্রথম। আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১৮ জন ডাক্তার ও নার্স এসেছেন। তারা সবাই অভিজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা-সেবা পাবে। এ সেবা অব্যহত থাকবে। এ সময় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন।

আয়োজনে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাখাতকে উন্নত করব। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যায় উন্নতি করার কাজ চলছে। আমাদের কাছে আরও অনেল হাসপাতাল সহযোগিতা করার কথা জানিয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারব।’

চিকিৎসা নেওয়া নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদা ইরিন বলেন, ‘আমি দুজন ডাক্তার দেখিয়েছি। আজকে যে মেডিকেল ক্যাম্পটি হয়েছে এটি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। অনেকেই অনেক সময় আর্থিক সংকটের কারণে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারে না। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আজকে অনেকেই বিভিন্ন সাজেশন পাচ্ছে।’

চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসাপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, মেট্রোপলিটন হাসাপাতাল লিমিটেডের চিকিৎসক, কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি, চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence