সারা দেশে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চাকসুর প্রতিবাদ মিছিল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে বক্তব্য দেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা দুইটায় চাকসু ভবন থেকে মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে কাঁটা পাহাড় হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘লীগ ধর, জেলে ভর’; ‘আওয়ামী লীগের আস্থানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেস মাতব্বর, আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদকসহ নির্বাহী সদস্যবৃন্দ।
সমাবেশে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘খুনি হাসিনা কোনো সাধারণ খুনি নয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যা চালিয়েছে। এখন দিল্লিতে পালিয়ে টোকাই দিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করছে। এ দেশের আপামর জনসাধারণের বিদ্বেষে পরিণত হয়েছে খুনি হাসিনা। এদেশের ছাত্র-জনতা জেগে আছে, কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেব না। যেখানেই এসব সন্ত্রাসীদের পাবেন আপনারা তাদের আইনের হাতে তুলে দিবেন। এছাড়া আমরা এই খুনি হাসিনার বিচারকার্য অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য দেন যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদকসহ অনেকে।