জাবিতে অবাধে বিচরণ করা প্রতি পশু ছাড়াতে গুণতে হবে ২০০-৮০০ টাকা

জাবিতে অবাধে বিচরণরত গবাদি পশু
জাবিতে অবাধে বিচরণরত গবাদি পশু  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে বাগানসহ বিভিন্ন গাছের নিরাপদ বেড়ে উঠা নিশ্চিত করার লক্ষ্যে গৃহপালিত পশুর অবাধ বিচরণ রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত খোঁয়াড়ে আটকানো পশু ছাড়ানোর ফি বৃদ্ধিসহ সংযোজন করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালিত খোঁয়াড়ে আটকানো প্রতি মহিষ ছাড়াতে ৮০০ টাকা, প্রতি গরু ছাড়াতে ৪০০ টাকা এবং প্রতি ছাগল/ভেড়া/বাছুর ছাড়াতে ২০০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া অন্যান্য পশু যেমন ঘোড়া গাধা ইত্যাদি ছাড়াতে ৪০০  টাকা করে পরিশোধ করতে হবে। 

এছাড়া পশুর প্রকৃত মালিক পশুকে খোঁয়াড়ে আটকানোর দিনে নির্ধারিত ফি পরিশোধ করে না ছাড়ালে গুণতে হবে অতিরিক্ত জরিমানা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত জরিমানা হিসেবে প্রতি দিবা-রাত্রির জন্য প্রতি মহিষ ১৫০ টাকা, গরু অন্যান্য পশু ৮০ টাকা এবং ছাগল/ভেড়া/বাছুরের জন্য ৪০ টাকা হারে অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে। 

এছাড়া যে ব্যক্তি পশু ধরে খোয়াড়ে দিবে তাকে প্রতি পশুর জন্য ৪০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্বিবদ্যালয়ের অভ্যন্তরে বাগানসহ বিভিন্ন গাছের নিরাপদ বেড়ে উঠা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা কর্তৃক পূর্ব থেকে খোয়াড় পরিচালিত হয়ে আসছে। কিন্ত খোয়াড়ে আটকানো পশু ছাড়ানো ফি কম হওয়ায় পশুর অবাধ বিচরণ রোধ করা যাচ্ছিল না। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পশু ছাড়ানোর ফি বৃদ্ধিসহ নতুন করে সংযোজন করেছে। 

সূত্র জানায় বিশ্বিবদ্যালয়ের প্রত্যেক অংশীদার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিচরণরত পশু আটকিয়ে খোয়াড়ে দিতে পারবে। পরিচালিত খোয়াড়টি বিশ্বিবদ্যালয়ের আনসার ক্যাম্পের পাশে অবস্থিত।


সর্বশেষ সংবাদ