সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রীর নামে জাবিতে সড়কের নামকরণ

২৬ অক্টোবর ২০২৫, ১০:১৮ PM
সড়কের নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

সড়কের নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান © টিডিসি

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচির স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে ‘আফসানা করিম রাচি স্মৃতি সড়ক’। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই সড়কের নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে উপাচার্য কামরুল আহসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের সব প্রস্তাব প্রত্যাখান করে মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন আফসানা করিম রাচির পরিবার। তাদের একমাত্র দাবি ছিল—আর যেন কোনো প্রাণ এইভাবে ঝরে না যায়। সন্তানের অভিভাবক হিসেবে রাচি’র বাবা-মা যে উদারতা ও মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছেন, তা নজিরবিহীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম-নীতি ও নিয়ন্ত্রণের মধ্যে থেকে ক্যাম্পাসে অটোরিকশা চালুর বিষয়ে রাচির পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ বিষয়ে পরিবারের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক  সোহেল আহমেদ, আফসানা করিম রাচির বাবা-মা, জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসুর অন্য নেতারা।

আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাচি গত বছর ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের পাশের সড়কে এক অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সেদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9