জোবায়েদ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার খুন, অপহরণ এবং ধর্ষণের ঘটনায় যথাযথ তদন্ত বা ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, যদি সুষ্ঠু তদন্ত করা হতো এবং পূর্ববর্তী ঘটনার অপরাধীদের বিচারের আওতায় আনা হতো, তাহলে গতকাল জোবায়েদের মর্মান্তিক মৃত্যু ঘটতো না। এছাড়াও তিনি জোবায়েদ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে আইনের শাসন ভেঙে পড়েছে এবং দেশে অস্থিরতা বিরাজ করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিলম্ব করে সারাদেশের সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। আপনারা যদি এ ধরনের আচরণ করতেই থাকেন তাহলে আপনাদের পরিণতিও ফ্যাসিবাদী হাসিনার মতো হবে।