জাবিতে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের শেষ বিদায়

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ PM
বাদ জুমা জান্নাতুল ফেরদৌস মৌমিতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়

বাদ জুমা জান্নাতুল ফেরদৌস মৌমিতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে মৃত্যু বরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের (৩২) নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে জুমার নামাজের পর কেন্দ্রীয় খেলার মাঠে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাৎক্ষণিক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অকস্মাৎ এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে।

এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।

দুপুরে লাশবাহী গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে নিয়ে আসা হয় জান্নাতুল ফেরদৌসের মরদেহ। সহকর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা শেষবারের মতো জান্নাতুলকে দেখতে ভীড় করেন সেখানে। চোখের অশ্রুতে শেষ বিদায় জানান তাকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে বাসায় চলে যান তিনি। রাতে ভোটগ্রহণ কার্যক্রমে ছিলেন না৷ পরে সকালে দায়িত্ব পালনে আসলে ৮টা ১৫ মিনিটে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েন তিনি।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের  চিত্রকলা ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9