জাকসু

মেয়েদের হলে ভোট দিয়ে ফের লাইনে দাঁড়ানোর অভিযোগ বাগছাসের জিএস প্রার্থীর 

আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।
আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মেয়েদের হলে ভোট প্রদান শেষে একই ভোটার পুনরায় লাইনে দাঁড়াচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। 

তিনি বলেন, মেয়েদের হলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভোট দিয়ে এসে আবার লাইনে দাঁড়াচ্ছেন। লাইনে দাঁড়িয়ে তারা মানুষকে ম‍্যানিপুলেট করছেন। কিন্তু আমরা যখন কেন্দ্রে ঢুকতে যাই তখন আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা চারটা কেন্দ্রে ফিরে এসেছি।


সর্বশেষ সংবাদ