ভোটের আগের রাতে জাকসু নির্বাচন কমিশনে স্বেচ্ছাসেবক দল নেতা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কেন্দ্র কেন্দ্র করে বহিরাগতদের নিরব আনাগোনা বেড়েছে বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসসহ নির্বাচন কমিশন অফিসেও।
বুধবার রাত সাড়ে ১১ টার সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভিকে নির্বাচন কমিশনের ভেতরের কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
এছাড়াও একই সময়ে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পিছু নেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য মশিউর রহমান রোজেন (৪০ ব্যাচ)। এসময় এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তাঁর মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে দেন রোজেন।
ফলে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রার্থীরা।