সুফিয়া কামাল হলে ভিপি রাত্রি, জিএস রুকু ও এজিএস শিমু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে সানজানা আক্তার চৌধুরী রাত্রি ১২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইশা মালিহা পেয়েছেন ৭৭৭ ভোট। এ হলে জিএস পদে বিজয়ী মোছা. রুকু খাতুন ১২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রুকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমাইয়া নুসরাত মিম ৯১৪ ভোট পেয়েছেন।
এ ছাড়া সুফিয়া কামাল হলে এজিএস পদে শিমু আক্তার ১৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা খাতুন ৮৪৪ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলের হল সংসদ নির্বাচনের ফলাফল